গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর কৃষি, জলজ সম্পদ ও বন মন্ত্রণালয়ের ৭ এপ্রিল, ১৯৮২ খ্রিস্টাব্দ তারিখের প্রজ্ঞাপন নং- ফরেস্ট -৯(এ)/৬/৮২/২১৬ মূলে বান্দরবান পার্বত্য জেলার থানছি উপজেলাধীন সাংগু সংরক্ষিত বন এলাকাসহ অত্র জেলার ৩৬ টি মৌজার অশ্রেণীভূক্ত সরকারী বন এলাকা (Unclassed State Forests) নিয়ে বান্দরবান বন বিভাগ সৃষ্টি করা হয়েছিল। পরবর্তীতে লামা বন বিভাগ সৃষ্টি হওয়ায় লামা সহ অন্যান্য উপজেলার ১৫ টি মৌজা লামা বন বিভাগে অন্তর্ভূক্ত করা হয়। অতঃপর বন সংরক্ষক, চট্টগ্রাম অঞ্চল, চট্টগ্রাম এর পত্র নং- ৪১০(১)(২)/৭আর-৩ তারিখঃ- ০৪/০২/১৯৮৭ খ্রিস্টাব্দ মূলে বান্দরবান সদর উপজেলাধীন ৩১৩-বান্দরবান ও ৩১৪-সুয়ালক মৌজা এবং পত্র নং- ২৮৮১(২)/৭আর-৩ তারিখঃ- ১৪/১০/১৯৮৭ খিস্টাব্দ মূলে ৩৭০-মধু মৌজা ও ৩৬৭নং তিন্দু মৌজা বান্দরবান বন বিভাগের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীনে বন্টন করার ফলে বান্দরবান পার্বত্য জেলার বান্দরবান সদর, থানছি, রুমা ও রোয়াংছড়ি উপজেলার ২৫ টি মৌজা নিয়ে বান্দরবান বন বিভাগ গঠিত হয়। বান্দরবান বন বিভাগের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন সদর, থানছি, সেকদু, রুমা, পাইন্দু, বেতছড়া, খ্যায়াচলং ও টংকাবতী নামে ৮টি রেঞ্জ এবং বান্দরবান শহরের বালাঘাটায় ১টি নার্সারী কেন্দ্র ও সুয়ালকে ১টি বনজদ্রব্য পরীক্ষণ ফাঁড়ি আছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS